পোস্ট বর্ধমান ওয়েবডেস্ক, শনিবার, ৩১ আগস্ট ২০২৪, দিঘা: মহিলা সুরক্ষায় বিশেষ উদ্যোগ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের, চালু হল ২৪x৭ ‘মহিলা সুরক্ষা নম্বর’। বিপদে পড়লে ৯৮০০৭৭৫৯৯৯ নম্বরে কল বা হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই মিলবে পুলিশের সাহায্য। দিঘা-সহ জেলার পর্যটনকেন্দ্রে যেকোনো সমস্যায় পড়লে পর্যটক মহিলারাও এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। আরজি কর-কাণ্ডের পরিপ্রেক্ষিতে মহিলা সুরক্ষায় আরও জোর দিচ্ছে জেলা পুলিশ, জানালেন পুলিশ সুপার সৌম্যদ্বীপ ভট্টাচার্য। সুরক্ষা নিশ্চিতে বিশেষভাবে সক্রিয় করা হয়েছে ‘স্পেশ্যাল রেসপন্স টিম’।
জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে আরও কিছু নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। মেসেজ করলেই সাহায্যপ্রার্থীরা জেলার পুলিশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগের নম্বর পেয়ে যাবেন। পাশাপাশি, সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে। পুলিশ সুপার সৌম্যদ্বীপ ভট্টাচার্য জানিয়েছেন, জেলার ‘ব্ল্যাক স্পট’গুলিকে চিহ্নিত করা হচ্ছে, যেখানে অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা সক্রিয় হতে পারে। সেই এলাকাগুলিতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। আগে মহিলা সুরক্ষার জন্য জেলা স্তরে ‘উইনার্স টিম’ শুধু দিঘা ও হলদিয়ায় কাজ করত। এবার মহকুমা ভিত্তিক এলাকাগুলিতেও, যেমন কাঁথি ও এগরায়, উইনার্স টিম সক্রিয় থাকবে।
পুলিশের একটি সূত্রে জানা গেছে, আরজি করের ঘটনার পর শিক্ষা নিয়ে জেলার মেডিক্যাল কলেজ-সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলির নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হচ্ছে। পুলিশ সুপার সৌম্যদ্বীপ ভট্টাচার্য বলেন, “জেলার পর্যটনকেন্দ্রগুলি, বিশেষ করে দিঘা, মন্দারমণি, তাজপুর প্রভৃতি এলাকায় পুলিশ কিয়স্ক পুরোদমে সচল করা হয়েছে। ‘মহিলা সুরক্ষা’ নম্বরটি আরও প্রচারের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিপদের সম্ভাবনাযুক্ত জায়গায় লাইফ জ্যাকেট মজুদ রাখা হচ্ছে এবং বিপজ্জনক এলাকাগুলিতে সতর্কতামূলক সাইন বোর্ড দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।”