রবিবার, অক্টোবর 13, 2024
হোমপূর্ব বর্ধমানবর্ধমানবর্ধমানের কালনা গেটে ওভারলোড গাড়ি ঢুকে পড়লো দোকানে, ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ী

বর্ধমানের কালনা গেটে ওভারলোড গাড়ি ঢুকে পড়লো দোকানে, ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ী

- Advertisement -

পাপাই সরকার, বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪, বর্ধমান: ওভারলোডের গাড়ি সরাসরি ঢুকলো দোকানে! ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই ক্ষুদ্র ব্যবসায়ী। জানা গেছে, বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কালনা গেট এলাকায় একটি ওভারলোড গাড়ি ব্রেক ফেল করে একটি চায়ের দোকান ও একটি লটারির দোকানের মাঝখানে ঢুকে যায়। প্রশাসনিক নজরদারির অভিযোগ তুলেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক।

গাড়ি চালক ভোলা সাহানি বলেন, “গাড়ির চাকায় হাওয়া ছিল না, যার ফলে গাড়ি পুরো ঢলে গেছে। গাড়িতে যে মাল আছে তা ওজন করে দেয়নি ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ। তাই ওভারলোড মাল আছে কিনা তা বলতে পারছি না।”

- Advertisement -

ক্ষতিগ্রস্ত চা দোকানের মালিকের অভিযোগ, “প্রশাসন কোনো নজর দেয় না। প্রশাসনের নজর এড়িয়েই চলে ওভারলোডের গাড়ি। এই ঘটনায় আমি যদি দশ সেকেন্ড দেরি করতাম দোকান থেকে বের হতে, তাহলে আমার প্রাণটাই হয়তো চলে যেতে পারতো।”

- Advertisement -
Sk Tushar
Sk Tusharhttps://www.postbardhaman.com
একজন প্রতিভাবান লেখক, যিনি পূর্ব ও পশ্চিম বর্ধমানের জন্য লেখালেখি করেন। তিনি স্থানীয় ও আন্তর্জাতিক বিষয়বস্তু নিয়ে কাজ করেন এবং পাঠকদের কাছে সঠিক ও গভীর বিশ্লেষণ সহকারে সংবাদ পরিবেশন করেন। Sk Tushar তার লেখায় তথ্যের সঠিকতা এবং প্রভাবশালী উপস্থাপনার ওপর গুরুত্ব দেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর