সোমবার, অক্টোবর 14, 2024
হোমপশ্চিমবঙ্গপূর্ব বর্ধমানবর্ধমানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, মুখোমুখি সংঘর্ষে আহত ছয়

বর্ধমানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, মুখোমুখি সংঘর্ষে আহত ছয়

- Advertisement -

পাপাই সরকার, শনিবার, ৩১ আগস্ট ২০২৪, পূর্ব বর্ধমান: ভয়াবহ দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেল গ্রামবাসী। যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রন হারিয়ে সার বোঝাই লড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে আহত পাঁচ – ছয় জন। শনিবার বর্ধমান-১ নং ব্লকের শোনপুরে যাত্রী বোঝায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনায় লরির চালক ও বাসে থাকা পাঁচ – ছয় জন গুরুতর আহত। স্থানীয় মানুষজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দেওয়ানদিঘী থানার পুলিশ।

- Advertisement -

জানা গেছে, এদিন দুপুরে শহর বর্ধমানের গুডসেড রোড হতে কৃষিকাজের সার লোড করে লরিটি সমুদ্রগড়ের দিকে রওনা দেয়। এদিকে কৃষ্ণনগরের দিক থেকে বাঁকুড়ার পাত্রসায়ের গামী বাসটি বর্ধমানের দিকে আসছিল। ঠিক সেই সময় শোনপুর গ্রামের মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর সাইডে সার বোঝাই লড়িটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুটো গাড়ির সামনের অংশ ভেঙে যায়। বাসটির সামনে বসে থাকা পাঁচ ছয় জন যাত্রী ও লড়িটির চালক গুরুতর আহত হয়।

বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচে গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি সমগ্র শোনপুর গ্রামটি নবদ্বীপ যাওয়ার রাস্তার উপরে অবস্থিত এবং এখানে খুব মোড় আছে। যার ফলে গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে থাকে। যাতে সমস্ত যানবাহন ওই রাস্তা দিয়ে ধীরে চলাচল করতে পারে তার জন্য ব্যারিকেড দেওয়ার ব্যবস্থা করার কথা বলে পুলিশ প্রশাসনের কাছে গ্রামবাসীরা।

- Advertisement -
Sk Tushar
Sk Tusharhttps://www.postbardhaman.com
একজন প্রতিভাবান লেখক, যিনি পূর্ব ও পশ্চিম বর্ধমানের জন্য লেখালেখি করেন। তিনি স্থানীয় ও আন্তর্জাতিক বিষয়বস্তু নিয়ে কাজ করেন এবং পাঠকদের কাছে সঠিক ও গভীর বিশ্লেষণ সহকারে সংবাদ পরিবেশন করেন। Sk Tushar তার লেখায় তথ্যের সঠিকতা এবং প্রভাবশালী উপস্থাপনার ওপর গুরুত্ব দেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর