নিজস্ব প্রতিনিধি, বুধবার, ১৪ আগস্ট ২০২৪, দুর্গাপুর: আর জি কর মেডিক্যাল কলেজে ঘটে যাওয়া নৃশংস ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে আউটডোর পরিষেবা বন্ধের ডাক দিয়েছে চিকিৎসক সংগঠন। এর প্রভাব পড়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালের পরিষেবায়ও। বুধবার সকাল থেকেই দুর্গাপুর মহকুমা হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ রয়েছে। তবে সাংবাদিকদের উপস্থিতি লক্ষ্য করে কয়েক ঘণ্টা পর টিকিট কাউন্টার খুলতে দেখা যায়।
এদিন হাসপাতালে গিয়ে দেখা যায়, আউটডোর পরিষেবা পুরোপুরি বন্ধ। আগাম খবর না পেয়ে অনেক রোগী ভিড় জমিয়েছেন আউটডোরে, তবে দীর্ঘ অপেক্ষার পরেও কোনো পরিষেবা না পাওয়ার অভিযোগ উঠেছে। চিকিৎসা করাতে আসা অনেকেই জানিয়েছেন, সকাল থেকে তাদের চরম সমস্যার সম্মুখীন হতে হয়েছে। গলা সমস্যার কারণে হাসপাতালে আসা প্রতিমা রায় বলেন, “গলায় সমস্যা নিয়ে চিকিৎসা করাতে এসেছিলাম। কিন্তু এসে দেখি আউটডোর বন্ধ। চরম দুর্ভোগে পড়েছি। এখন কী করব, কিছুই বুঝতে পারছি না।”
তবে পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ প্রসঙ্গে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার, ডা. ধীমান মন্ডল বলেন, “রোগীদের সেবা অব্যাহত রেখেই আমাদের প্রতিবাদ চলছে। আউটডোর বন্ধ থাকলেও জরুরি বিভাগ চালু রয়েছে, এবং আউটডোরে চিকিৎসা করাতে আসা রোগীদের সেখানেই সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।”