শনিবার, অক্টোবর 12, 2024
হোমক্রাইমপিএইচই-র পাইপ চুরি! তদন্তে নেমে সাত জন অভিযুক্তকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান...

পিএইচই-র পাইপ চুরি! তদন্তে নেমে সাত জন অভিযুক্তকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ

- Advertisement -

পাপাই সরকার, মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪, বর্ধমান: পিএইচই-র পাইপ চুরির তদন্তে নেমে সাত জন অভিযুক্তকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। সাতজন অভিযুক্ত-কে গ্রেফতার করার পরে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার আমন দ্বীপ।

সাংবাদিক বৈঠক থেকে পুলিশ সুপার আমন দ্বীপবাবু জানান, গত আগস্ট মাসের ১ তারিখ পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত দেওয়ানদিঘী থানায় দুটি চুরির কেস দায়ের হয়। সেই কেসে চুয়াল্লিশ-টি জলের পাইপ চুরির অভিযোগ দায়ের হয়। ঘটনার তদন্তে নামার পরে একশো সত্তর-টি পিএইচই-এর পাইপ উদ্ধার করা হয়। দুটি কেসের ঘটনায় সাত জনকে গ্রেফতার করা হয়। হাওড়া থেকে দুই জন অভিযুক্ত-কে গ্রেপ্তার করা হয়, মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয় তিন জন কে এবং দুই জন অভিযুক্ত-কে গ্রেফতার করা হয় কলকাতা থেকে। পাশাপাশি তিনটি লরিকেও সিজ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

- Advertisement -

পুলিশ সুপার বলেন, “আমাদের কাছে আরও তথ্য আছে, খুব শীঘ্রই তাদেরকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব”। কলকাতা থেকে যে দুইজন গ্রেফতার হয় তাদের মধ্যে একজন হল প্রকাশ রাউত, বয়স ২৯ বছর, অন্যজন অভিযুক্ত হলো সিরাজ খান। হাওড়া থেকে গ্রেপ্তার করা হয় মহানাথ কুমার যাদব, বয়স ৪৯ বছর এবং অপরজন অভিযুক্ত হলো সত্যজিৎ জানা। মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয় তুহিন শেখ, আশরাফুল হক, এবং তাজ মহম্মদকে। মঙ্গলবার অভিযুক্তদের তোলা হয় বর্ধমান আদালতে।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.postbardhaman.com
Sk Sahiluddin একজন অভিজ্ঞ সাংবাদিক যিনি বৈশ্বিক দর্শকদের কাছে সঠিক ও প্রভাবশালী সংবাদ উপস্থাপনের জন্য নিবেদিত। পোষ্ট বর্ধমানের সম্পাদক হিসেবে, তিনি সম্পাদকীয় দিকনির্দেশনা গঠনে এবং সর্বোচ্চ সাংবাদিকতার মান বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর