নিজস্ব প্রতিনিধি, শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪, বর্ধমান: শহর বর্ধমানের সদরঘাট কৃষক সেতু এলাকায় গাঁজা পাচারকারী দুই যুবককে ইতিমধ্যে গ্ৰেফতার করে, ধৃতদের শুক্রবার বর্ধমান থানার পুলিশ বর্ধমান জেলা আদালতে পাঠায়।
এদিন ডিএসপি হেডকোয়ার্টার অতনু মুখার্জি জানান, গতকাল দুপুরে শহর বর্ধমানের সদরঘাট কৃষক সেতু এলাকা থেকে দুটি ব্যাগ ও দুটি টলিব্যাগ সহ দুই যুবককে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। ওই ব্যাগ গুলি থেকে প্রায় ৬০ কিলোর উপর গাঁজা উদ্ধার হয়। ধৃত দুজনের নাম ধীরেন্দ্র সাউ, বাড়ি বোলপুর এবং বাপি সাউ, বাড়ি শহর বর্ধমানে। তারা ঐ গাঁজা উড়িষ্যা থেকে নিয়ে আসছিল বলে জানা গেছে। সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করে এদিন ওই দুই যুবককে জেলা আদালতে পাঠানো হয়।