শনিবার, অক্টোবর 12, 2024
হোমপশ্চিম বর্ধমানআসানসোলডামরা বিধান স্মৃতি শিক্ষা নিকেতনের ছাত্র-ছাত্রীদের হাতে তৈরি ১০০ ফুট দীর্ঘ জাতীয়...

ডামরা বিধান স্মৃতি শিক্ষা নিকেতনের ছাত্র-ছাত্রীদের হাতে তৈরি ১০০ ফুট দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা

ডামরা বিধান স্মৃতি শিক্ষা নিকেতনে স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, ১০০ ফুট লম্বা জাতীয় পতাকা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও "ক্ষুদিরামের ফাঁসি" নাটক পরিবেশন।

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪, আসানসোল: পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের ডামরা বিধান স্মৃতি শিক্ষা নিকেতন (উঃ মা) বৃহস্পতিবার দেশের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করলো একটি মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা গোটা এলাকা পরিভ্রমণ করে। শোভাযাত্রায় স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, পরিচালন সমিতির সদস্য এবং এলাকার মানুষজন অংশ নেন। শিক্ষার্থীদের হাতে তৈরি ১০০ ফুট লম্বা জাতীয় পতাকা শোভাযাত্রায় একটি বিশেষ মাত্রা যোগ করে।

শোভাযাত্রা শেষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, যা পরিচালনা সমিতির সভাপতি বাদল মিশ্র করেন। স্কুলের প্রধান শিক্ষক সুমিত রায় তার সংক্ষিপ্ত ভাষণে স্বাধীনতার বীর বিপ্লবী শহীদদের স্মরণ করেন এবং ছাত্রছাত্রীদের তাদের আদর্শ মেনে এগিয়ে চলার পরামর্শ দেন। স্বাধীনতা দিবস উপলক্ষে ছাত্রছাত্রীরা একটি চিত্তাকর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে “ক্ষুদিরামের ফাঁসি” শিরোনামের একটি ছোট নাটক মঞ্চস্থ হয়, যা পরিচালনা করেন সহশিক্ষক হৃদয় গড়াই। নাটকটি দর্শকদের মধ্যে দুর্দান্ত সাড়া ফেলে। পুরো অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন সহশিক্ষক তাপস ভট্টাচার্য।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.postbardhaman.com
Sk Sahiluddin একজন অভিজ্ঞ সাংবাদিক যিনি বৈশ্বিক দর্শকদের কাছে সঠিক ও প্রভাবশালী সংবাদ উপস্থাপনের জন্য নিবেদিত। পোষ্ট বর্ধমানের সম্পাদক হিসেবে, তিনি সম্পাদকীয় দিকনির্দেশনা গঠনে এবং সর্বোচ্চ সাংবাদিকতার মান বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর