পাপাই সরকার, মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪, বর্ধমান: আর্থিক তছরূপের অভিযোগ করে বর্ধমান রাজ কলেজের প্রিন্সিপালকে অফিস কক্ষে ঘেরাও করে বিক্ষোভ দেখালো ছাত্ররা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় মঙ্গলবার সন্ধ্যায় রাজ কলেজে। ছাত্রদের অভিযোগ, “২০২১ সাল, ২০২২ সাল এবং ২০২৩ সালের এডমিশনের টাকা প্রায় ১ কোটি ৫৯ লক্ষ টাকা। সেই টাকা দুই বছর যাবৎ কলেজের একাউন্টে ঢোকেনি। সেই টাকা পাঠিয়েছিল ইউনিভার্সিটি। সেই টাকা যদি কলেজের একাউন্টে থাকত তাহলে প্রায় ২০ লক্ষ টাকার ইন্টারেস্ট জমা হতো, যা দিয়ে কলেজের সার্বিক উন্নয়ন হতো”।
ছাত্রদের আরও অভিযোগ, “ছাত্রছাত্রীরা বিভিন্ন অসুবিধার মধ্যে পড়ে আছে। সেই কথা প্রিন্সিপালকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। কলেজের কমনরুমে ফ্যান নেই, বাথরুম নেই। অডিটোরিয়াম হলে উইপোকা, মাটি ঝরে ঝরে পড়ছে অডিটোরিয়াম হলে। রাজ কলেজের মাঠে বড় বড় ঘাস”। প্রতিবাদ করতে গেলে বহিরাগত তকমা দেয়ার অভিযোগও করেন ছাত্ররা।
এদিকে পাল্টা এক রাশ অভিযোগ রাজ কলেজের অধ্যক্ষ নিরঞ্জন মন্ডলের। তিনি বলেন, “আমার লজ্জা আমি রাজ কলেজে জয়েন করেছি, সেটা আমার পাপের ফল। পদত্যাগ করার কথা ছাত্ররা বলছে কিন্তু সেই ব্যাপারটা কেন আসছে জানিনা”।
টাকা তছরুপের অভিযোগে অধ্যক্ষ বাবু বলেন, “টাকা তছরুপ কাকে বলে ওরা যানে? আমার ডিপার্টমেন্টে লোক নেই। ফাইনান্স ডিপার্টমেন্টে একাউন্টেন্ট থাকতে হয়, ক্যাশিয়ার থাকতে হয়, হেড ক্লার্ক থাকতে হয়। কোনটাই নেই আমার, আমি কাকে দিয়ে কাজ করাবো? একটা গ্রুপ ডি স্টাফ দিয়ে কাজ করাচ্ছি, তার মাথার উপর এত বড় কলেজের চাপ। রাজ কলেজে যে প্রোগ্রাম হওয়ার কথা ছিল সেই প্রোগ্রামটা হয়নি। তার জন্য যে টাকাটা প্রোগ্রাম বাবদ নেওয়া হয়েছিল সেই টাকাটার হিসাব আমি পাইনি। সেই টাকাটার হিসেব চাওয়াতেই এই বিক্ষোভ ছাত্রদের”।