পাপাই সরকার, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, বর্ধমান: বর্ধমান মেডিকেল কলেজের সুপার তাপস ঘোষের একাধিক পদে অধিষ্ঠিত থাকার বিরুদ্ধে জুনিয়র ডাক্তার ও মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপালের অফিসের সামনে বিক্ষোভ দেখান। তাপস ঘোষ বর্তমানে প্রিন্সিপাল, হাসপাতালের সুপার এবং ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছেন যা নিয়ে অভিযোগ তোলা হয়েছে। অভিযোগকারীদের দাবি এক ব্যক্তি এক পদ। বুধবার দুপুরে কলেজ কাউন্সিলিংয়ের মিটিং ডাকা হয়েছিলো যেখানে জুনিয়ার ডাক্তারদের তরফে দাবি না মানা পর্যন্ত অবস্থান বিক্ষোভ সামিল হওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে।
ডাক্তার গৌরাঙ্গ পরামানিক সাংবাদিকদের বলেন, “আমরা অধ্যক্ষ ম্যাডামের কাছে তাপস ঘোষের অপসারণ দাবি করেছি। এছাড়া যেসব ছাত্র অভিক দে, বিরুপাক্ষ বিশ্বাস, বিশাল সরকারের সিন্ডিকেটের সাথে জড়িত এবং কলেজে সন্ত্রাস ও থ্রেট তৈরির অভিযোগ রয়েছে, তাদের কলেজ হোস্টেল থেকে বহিষ্কার করা হোক যতক্ষণ না তারা নির্দোষ প্রমাণিত হয়”।
অভিক দে আরজিকর ঘটনার দুই দিন পরে আন্দোলন ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। তিনি ঐদিন মৃতার ঘরে গিয়েছিলেন বলেও স্বীকার করেছেন। এই কারণে ১১ই আগস্ট রাতের কলেজ ক্যাম্পাসের সমস্ত ফুটেজ সংরক্ষণ করার দাবিও জানানো হয়েছে।