পাপাই সরকার, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, বর্ধমান: বর্ধমান রাজ কলেজের ছাত্র-ছাত্রীদের দাবি, বহুদিন ধরে কলেজের পরিকাঠামো নষ্ট হয়ে রয়েছে, সেই বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করছেন না প্রিন্সিপাল বারবার বলা সত্ত্বেও। একদিকে কলেজে খেলার মাঠ, মহিলাদের কমন টয়লেট, ক্লাসরুম, কলেজের সিসি ক্যামেরা নেই, কলেজের গেটের পরিকাঠামো নষ্ট, কলেজের ক্যান্টিন বন্ধ হয়ে পড়ে থাকা, এইরকম কলেজ প্রাঙ্গণে নানান জায়গায় সৌন্দর্যায়ন নষ্ট হয়ে পড়ে রয়েছে কিন্তু সেই পরিকাঠামো ঠিক করার ক্ষেত্রে নজর নেই কলেজ কর্তৃপক্ষ এবং প্রিন্সিপালের।
তাছাড়া কলেজের ফিস বাড়ানো, ক্লাস ঠিকমতন না হওয়া ঐরকম নানান দাবি-দাওয়া নিয়ে আজকে কলেজের ছাত্র-ছাত্রীরা সামিল হয়েছে এই বিক্ষোভ আন্দোলনে। তাদের একটাই দাবি প্রিন্সিপালের পদত্যাগ। অন্যদিকে প্রিন্সিপাল ব্যক্তিগতভাবে জানান, কলেজে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অনেক টাকার নয়ছয় হয়েছে। তারা কলেজের আয় ব্যয়ের হিসাব নাকি পেশ করেননি, কলেজের সোশ্যালের টাকা নানান জায়গা থেকে তোলা হয়েছে। কিন্তু অন্য দিকে কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা জানান এই রকম কোন কিছু কলেজের টাকা নয়ছয়ের ঘটনা ঘটেনি। যদি সেরকম কিছু হয়ে থাকে তাহলে আইনি ব্যবস্থা রয়েছে সেই দিকে কলেজ কর্তৃপক্ষ এগোবে নিশ্চয়ই।