নিজস্ব প্রতিনিধি, মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪, দুর্গাপুর: মঙ্গলবার সকালে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের একটি কারখানায় কাজের দাবিতে বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কাঁকসার বাঁশকোপার একটি বেসরকারি ইস্পাত কারখানায় এই বিক্ষোভের ফলে কারখানার মূল গেট বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
এলাকাবাসীর অভিযোগ, কারখানার নির্মাণ কাজের সময় তাঁদের কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও, উৎপাদন শুরু হওয়ার পর থেকে স্থানীয়দের বঞ্চিত করা হচ্ছে। কাজ দেওয়া হচ্ছে বহিরাগতদের। দ্রুত কাজের দাবি জানান তাঁরা। বিক্ষোভের ফলে কারখানার পণ্যবাহী বহু ট্রাক আটকে পড়ে।
স্থানীয় বাসিন্দা গৌতম ঘোষ অভিযোগ করেন, “বহিরাগতদের কাজ দেওয়া হচ্ছে, আর স্থানীয়দের বঞ্চিত করা হচ্ছে। দ্রুত স্থানীয়দের কাজ না দিলে আন্দোলন চলবে।” তবে কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয়দের দাবির প্রতি সব সময়ই গুরুত্ব দেওয়া হয়। ইতিমধ্যে প্রশিক্ষণরত বহু যুবক-যুবতী কাজ পেয়েছে।