রবিবার, অক্টোবর 13, 2024
হোমক্রাইমপূর্ব বর্ধমান ফের মন্দিরে চুরি! তালা ভেঙে ঠাকুরের কাঁসা - পিতলের বাসনপত্র...

পূর্ব বর্ধমান ফের মন্দিরে চুরি! তালা ভেঙে ঠাকুরের কাঁসা – পিতলের বাসনপত্র উধাও

- Advertisement -

পাপাই সরকার, রবিবার, ০১ সেপ্টেম্বর ২০২৪, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার নাদনঘাটে ফের চুরি! নাদনঘাট থানা এলাকায় সমুদ্রগড় উত্তর গৌরাঙ্গপাড়া বারোয়ারি দুর্গোৎসব কমিটির মন্দিরের তালা ভেঙে চুরি। মন্দিরে থাকা ঠাকুরের বিভিন্ন কাঁসা – পিতলের বাসনপত্র নিয়ে উধাও চোরেরা। গতকাল গভীর রাতে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

রবিবার স্থানীয় বাসিন্দাদের বিষয়টি নজরে আসে যে মন্দিরে থাকা ঘন্টা, ঠাকুরের পুজোর সময় ব্যবহৃত কাঁসা – পিতলের বিভিন্ন বাসনপত্র নিয়ে চলে গেছে চোরেরা। রবিবার সকাল নটা নাগাদ স্থানীয় এক বাসিন্দা জানান, এক ভক্ত মন্দিরে সকালে আসায় বিষয়টি প্রথমে তার নজরে আসে। এরপরই পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে বিষয়টি দেখে যায়। উল্লেখ্য কয়েকদিন আগেই নিচু চাপাহাটি এলাকার সাধুর আশ্রমে মন্দিরের তালা ভেঙে বিগ্রহ সমেত কাঁসা – পিতলের বাসনপত্র চুরি গিয়েছিল।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.postbardhaman.com
Sk Sahiluddin একজন অভিজ্ঞ সাংবাদিক যিনি বৈশ্বিক দর্শকদের কাছে সঠিক ও প্রভাবশালী সংবাদ উপস্থাপনের জন্য নিবেদিত। পোষ্ট বর্ধমানের সম্পাদক হিসেবে, তিনি সম্পাদকীয় দিকনির্দেশনা গঠনে এবং সর্বোচ্চ সাংবাদিকতার মান বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর