নিজস্ব প্রতিনিধি, বুধবার, ২২ মে ২০২৪, আসানসোল: বুধবার আসানসোল পুরনিগমের উদ্যোগে রাজা রামমোহন রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে আসানসোলের জিটি রোডের উষাগ্রামের বিবি কলেজের সামনে একটি অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুষ্ঠানে রাজা রামমোহন রায়ের মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ গুরুদাস (রকেট) চট্টোপাধ্যায়, মানস দাস, ওএস বীরেণ অধিকারী এবং অন্যান্য আধিকারিক ও কর্মীরা।
মেয়র পারিষদ গুরুদাস (রকেট) চট্টোপাধ্যায় বলেন, “আজ রাজা রামমোহন রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে তার মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। আসানসোল পুরনিগম সব মনীষীদের জন্ম ও মৃত্যু বার্ষিকী পালন করে। রাজা রামমোহন রায় এমন একজন ব্যক্তি যিনি বাংলায় নবজাগরণের সূচনা করেছিলেন। তার অক্লান্ত পরিশ্রমের ফলেই সতীদাহ প্রথার অবসান ঘটে।”
তিনি আরও বলেন, “রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথে বাল্যবিবাহ প্রথাও সমাজ থেকে দূর করেছিলেন। সমাজের উন্নতির জন্য তিনি অনেক চেষ্টা করেছেন। নতুন প্রজন্মের জন্য রাজা রামমোহন রায়ের মতো মহাপুরুষদের জীবন ও কর্ম সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসানসোল পুরনিগম চেষ্টা করছে, এই ধরনের মহান ব্যক্তিদের জীবন সম্পর্কে যতটা সম্ভব তথ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরতে।”