রবিবার, অক্টোবর 13, 2024
হোমপশ্চিম বর্ধমানরানীগঞ্জবৃহৎ ধস ও ধোঁয়া নির্গমনে আতঙ্কিত এলাকাবাসী

বৃহৎ ধস ও ধোঁয়া নির্গমনে আতঙ্কিত এলাকাবাসী

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, শনিবার, ২৪ আগস্ট ২০২৪, রানীগঞ্জ: এবার ধসের সঙ্গে ধসগ্রস্ত এলাকায় দেখা গেল গাঢ় ধূসর ধোঁয়া, যা ভয়ের মধ্যে ফেলেছে স্থানীয়দের। শুক্রবার রাতে জামুরিয়ায় এই ধসের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে জামুরিয়া থানার ইসিএল-এর কেন্দা এরিয়ার কেন্দা তিন নম্বর ধাওড়া সংলগ্ন এলাকায়।

শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিশাল ধসের মুখ থেকে গাঢ় ধূসর ধোঁয়া বেরোচ্ছে। এই দৃশ্য দেখে রাত থেকেই আতঙ্কে আছেন কেন্দা তিন নম্বর ধাওড়া ও আশপাশের এলাকার মানুষজন। জানা গেছে, শুক্রবার রাত ১টার দিকে বিকট শব্দে ইসিএল-এর কেন্দা তিন নম্বর ধাওড়ায় ধস নামে।

- Advertisement -

তবে এই ধস অন্যান্য ধসের মতো নয়, কারণ এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি করেছে। তাদের ধারণা, খনি গর্ভে আগুন লেগে বিস্তীর্ণ এলাকা ছাই হয়ে গেছে। যেখানে ধস হয়েছে, সেখান থেকে প্রায় ৩০ মিটার দূরে ঘনবসতি রয়েছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। এ ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয়রা ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন।

ঘটনার খবর পেয়ে ইসিএল-এর সুরক্ষা বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের মতে, এর আগেও একই এলাকায় ৩-৪ বার এভাবে ধস হয়েছে। তখনও ইসিএল ও প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং অস্থায়ীভাবে স্থানীয় স্কুল বিল্ডিং ও সরকারি আবাসনে থাকার ব্যবস্থা করা হয়েছিল। তবে স্থায়ী কোনো ব্যবস্থা না হওয়ায়, পরে তারা আবার নিজেদের ঘরে ফিরে আসেন।

- Advertisement -

এবারও এমন ঘটনা ঘটায়, এলাকাবাসী চিন্তিত—তারা এবার কী করবে, কোথায় যাবে। জানা গেছে, ইসিএল কয়লা উত্তোলনের পর সেই অংশ ভরাট না করায় বারবার এই ধরনের ধসের ঘটনা ঘটছে। অন্তত এমনটাই দাবি স্থানীয়দের। যদিও এ বিষয়ে এখনো ইসিএল কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.postbardhaman.com
Sk Sahiluddin একজন অভিজ্ঞ সাংবাদিক যিনি বৈশ্বিক দর্শকদের কাছে সঠিক ও প্রভাবশালী সংবাদ উপস্থাপনের জন্য নিবেদিত। পোষ্ট বর্ধমানের সম্পাদক হিসেবে, তিনি সম্পাদকীয় দিকনির্দেশনা গঠনে এবং সর্বোচ্চ সাংবাদিকতার মান বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর