রবিবার, অক্টোবর 13, 2024
হোমপূর্ব বর্ধমানগলসিফলকের লেখা অনুযায়ী হয়নি রাস্তার ঢালাই, ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী

ফলকের লেখা অনুযায়ী হয়নি রাস্তার ঢালাই, ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী

- Advertisement -

পাপাই সরকার, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, গলসি: রাস্তার ঢালাইয়ের কাজ শুরু হয়েছিল কিন্তু কোন এক অজানা কারণে গন্তব্যস্থল পর্যন্ত শেষ আর হলো না। অর্ধ সমাপ্ত কাজ করেই রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু গ্রামবাসীরা তা শুনবে কেন? গ্রামের গুরুত্বপূর্ণ ঢালাই রাস্তা নির্মাণের কাজে ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে চরম দুর্নীতির অভিযোগে বুধবার উত্তেজনা ছড়ায় গলসি – ১ ব্লকের পারাজ গ্রাম পঞ্চায়েতের সিমনোড়ী গ্রামে।

নিয়ম মেনে ও ফলকের লেখা অনুয়ায়ী হয়নি রাস্তার ঢালাই, এমনই অভিযোগ নিয়ে ঠিকেদারকে ঘেরাও করে রাখেন গ্রামের বহু মানুষ। স্থানীয় কিছু রাজনৈতিক দলের প্রতিনিধিরাও এর সঙ্গে যুক্ত থাকতে পারেন বলে ধারণা গ্রামবাসীদের।

- Advertisement -

তারা অভিযোগ করেন, রাস্তার বোর্ডে লেখা আছে সিমনোড়ী নাপিত পাড়া থেকে প্রাইমারি স্কুল প্রযন্ত ঢালাই রাস্তা নির্মাণ। তবে সেই রাস্তা প্রাইমারি স্কুলের আগেই শেষ হয়ে গেছে। বোর্ডও লাগিয়ে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে। এমনই অভিযোগে সোমবার থেকে উত্তাল গলসির সিমনোড়ী গ্রাম। পাশাপাশি ৬ ইঞ্চি ঢালাই হবার কথা থাকলেও ৩ ইঞ্চি ঢালাই করা হয়েছে বলে অভিযোগ। সকলে একত্রিত হয়ে লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বিডিও সাহেবের কাছেও।তবে এখন দেখার বিষয় যেখানে রাস্তার কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে সেইখানে প্রশাসন কী ব্যবস্থা নেয়, সেটার অপেক্ষায় গ্রামবাসী।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.postbardhaman.com
Sk Sahiluddin একজন অভিজ্ঞ সাংবাদিক যিনি বৈশ্বিক দর্শকদের কাছে সঠিক ও প্রভাবশালী সংবাদ উপস্থাপনের জন্য নিবেদিত। পোষ্ট বর্ধমানের সম্পাদক হিসেবে, তিনি সম্পাদকীয় দিকনির্দেশনা গঠনে এবং সর্বোচ্চ সাংবাদিকতার মান বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর