পাপাই সরকার, বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে শিক্ষাদানের কৌশলে আপ্লুত পড়ুয়ারা। শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন শিক্ষক সৈকত রাউত। রাজ্য সরকারের শিক্ষারত্ন পুরস্কার পেতে চলেছেন পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারিচক্রের কলা নবগ্রাম নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষক সৈকত রাউত। এই খবরে খুশির হাওয়া গোটা জেলাতে।
সহ-শিক্ষক হিসেবে কলা নবগ্রাম নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় তিনি দশ বছর কর্মরত। সৈকত বাবু ইংরাজিতে স্নাতকোত্তর করে পিটিটি এবং বি. এড. করেছেন। বিশেষজ্ঞ কমিটির সদস্য হিসেবে সরকারি পাঠ্যপুস্তক বাটারফ্লাই নির্মাণে অংশগ্রহণ করেছেন। দুটি ন্যাশনাল জার্নাল এবং একটি ইন্টারন্যাশনাল জার্নালের পেপার প্রকাশ করেছেন তিনি। N.C.E.R.T. নিউ দিল্লিতে মাস্টার ট্রেনার হিসেবে কার্যসম্পাদন করেছেন। গেস্ট ফেকেল্টি হিসেবে গভারমেন্ট অফ D.EI.ED কলেজে পাঠদানও করিয়েছেন।
শিক্ষাদানের পাশাপাশি ওই বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ক্রীড়া ক্ষেত্রে অঞ্চল চক্র, মহকুমা, জেলা এবং রাজ্যস্তরে প্রথম হওয়ার পর ওই ছাত্র-ছাত্রীদের সাইকমপ্লেক্স কলকাতা ভর্তিতে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। তার ঝুলিতে রয়েছে বিশেষজ্ঞ কমিটির সদস্য হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে সম্বর্ধনা। দুটি ন্যাশনাল জার্নাল এবং একটি ইন্টারন্যাশনাল জার্নালে লেখা প্রকাশের স্বীকৃতি। এছাড়াও ছাত্র জীবনে আবৃতি ও সংবাদ পাঠের জন্য পুরস্কার ও অর্জন করেন তিনি। শিক্ষক সৈকত রাউত বলেন, “এই পুরস্কার আমার একার নয়, আমার সমস্ত সহকর্মী সহ ছাত্র – ছাত্রীদেরও। এই পুরস্কার আমার বিদ্যালয়ের সুনাম আরও বাড়িয়ে দেবে”। তাই আজ ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে এই শিক্ষককে প্রতি নতমস্তকে প্রণাম জানাই আমরা।