রবিবার, অক্টোবর 13, 2024
হোমসংস্কৃতিআন্তর্জাতিক আলোকচিত্র দিবসে আসানসোল প্রেস ক্লাবের আয়োজনে বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে সাতদিনের চিত্র...

আন্তর্জাতিক আলোকচিত্র দিবসে আসানসোল প্রেস ক্লাবের আয়োজনে বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে সাতদিনের চিত্র প্রদর্শনী

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪, আসানসোল: বিশ্বজুড়ে সোমবার পালিত হলো আন্তর্জাতিক আলোকচিত্র দিবস বা ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি ডে। এ উপলক্ষে আসানসোল প্রেস ক্লাবের উদ্যোগে বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে শুরু হয়েছে এক চিত্র প্রদর্শনী, যা চলবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত।

প্রদর্শনীর উদ্বোধন হয় এদিন বিকেলে, যেখানে আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস (রকেট) চট্টোপাধ্যায় ফিতে কেটে অনুষ্ঠানটির সূচনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্পী সুশান্ত রায়, কালিদাস মিত্র, বাসুদেব মন্ডল, আসানসোল প্রেস ক্লাবের সহ-সভাপতি দেবযানী সিনহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনের পর অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন।

- Advertisement -

মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায় এই উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তিনি বলেন, “আসানসোল প্রেস ক্লাবের উদ্যোগ সত্যিই অভিনব।” প্রদর্শনীতে বিভিন্ন বিষয়ে মোট ৯ জন ফটোগ্রাফারের ছবি প্রদর্শিত হয়েছে। তারা হলেন গৌর শর্মা, সত্যজিৎ রায়, অজয় রায়, স্বর্ণদ্যুতি সিংহ, সুদীপ্ত চক্রবর্তী, পুলক দাস, অভিজিৎ মন্ডল, চন্দ্রাণী চক্রবর্তী ও নিরঞ্জন কর্মকার।

আসানসোল প্রেস ক্লাব জানিয়েছে, আন্তর্জাতিক আলোকচিত্র দিবস পালনের অংশ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

- Advertisement -
Sk Tushar
Sk Tusharhttps://www.postbardhaman.com
একজন প্রতিভাবান লেখক, যিনি পূর্ব ও পশ্চিম বর্ধমানের জন্য লেখালেখি করেন। তিনি স্থানীয় ও আন্তর্জাতিক বিষয়বস্তু নিয়ে কাজ করেন এবং পাঠকদের কাছে সঠিক ও গভীর বিশ্লেষণ সহকারে সংবাদ পরিবেশন করেন। Sk Tushar তার লেখায় তথ্যের সঠিকতা এবং প্রভাবশালী উপস্থাপনার ওপর গুরুত্ব দেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর