সোমবার, অক্টোবর 14, 2024
হোমক্রাইমপূর্ব বর্ধমানে তৃণমূলের বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে ছোড়া হল গুলি ও...

পূর্ব বর্ধমানে তৃণমূলের বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে ছোড়া হল গুলি ও বোমা, আহত এক

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ন’পারা গ্রামে তৃণমূলের বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা ছুড়ল বোমা ও গুলি। ঘটনাটি ঘটেছে মঙ্গলকোটের ন’পাড়া গ্রামে। ঘটনায় আহত এক তৃণমূল কর্মী সেখ নাসিরউদ্দিন।

বৃহস্পতিবার রাতে তৃণমূল কর্মী নাসিরউদ্দিন তৃণমূলের পার্টি অফিসে এসে বসতেই দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। অভিযোগ দুষ্কৃতীরা বোমা ও পাখি শিকারের বন্দুক চালায়। এই ঘটনার পর নাসিরউদ্দিনকে মঙ্গলকোট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পাবার পরই গ্রামে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। উল্লেখ্য বুথ সভাপতি সেখ রবিউলের বাড়ি লক্ষ করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা।

- Advertisement -

বিধায়ক অপূর্ব চৌধুরী জানান যে, “যারা বোমা ছুঁড়েছে তারা সিপিএমের হার্মাদ বাহিনী। থানায় অভিযোগ করা হয়েছে। আমাদের প্রশাসনের ওপর আস্থা আছে, দুষ্কৃতীরা গ্রেপ্তার হবে”। উল্লেখ্য গত কয়েক মাস আগে বুথ সভাপতি শেখ রবিউলের সিকিউরিটি দেয় মঙ্গলকোট থানা। কারণ তার প্রাণনাশের চেষ্টা হতে পারে, এ কথা তিনি জানিয়েছিলেন থানায়। সমগ্র ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে মঙ্গলকোটের ন’পাড়া গ্রামে।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.postbardhaman.com
Sk Sahiluddin একজন অভিজ্ঞ সাংবাদিক যিনি বৈশ্বিক দর্শকদের কাছে সঠিক ও প্রভাবশালী সংবাদ উপস্থাপনের জন্য নিবেদিত। পোষ্ট বর্ধমানের সম্পাদক হিসেবে, তিনি সম্পাদকীয় দিকনির্দেশনা গঠনে এবং সর্বোচ্চ সাংবাদিকতার মান বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর