সোমবার, অক্টোবর 14, 2024
হোমপূর্ব বর্ধমানবর্ধমানবর্ধমান শহরে রেনেসাঁ টাউনশিপে দাঁড়িয়ে থাকা ফাঁকা গাড়িতে চলল গুলি, এলাকায় চাঞ্চল্য

বর্ধমান শহরে রেনেসাঁ টাউনশিপে দাঁড়িয়ে থাকা ফাঁকা গাড়িতে চলল গুলি, এলাকায় চাঞ্চল্য

- Advertisement -

পাপাই সরকার, রবিবার, ২৫ আগস্ট ২০২৪, বর্ধমান: রবিবার বর্ধমান রেনেসাঁ টাউনশিপের ভিতর দাঁড়িয়ে থাকা ফাঁকা গাড়িতে চললো গুলি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বর্ধমান থানার পুলিশ গাড়িটির ভেতর থেকে আটকে পড়া গুলি উদ্ধার করল। আতঙ্ক ছড়িয়েছে রেনেসাঁ টাউনশিপের বাসিন্দাদের মধ্যে।

জানা গেছে ওই গাড়ির মালিক দেবজিৎ ঘোষ বর্ধমানের খোশবাগানে নার্সিংহোম আছে। গতকাল সন্ধ্যা নাগাদ রেনেসাঁ টাউনশিপে বাড়ি ফিরে গাড়িটি বাড়ির সামনে রাখেন। তবে কেন গুলি করা হলো তা বুঝে উঠতে পারছেন না গাড়িটির মালিক সহ পরিবারের লোকজন।

- Advertisement -

এলাকাবাসীদের কাছ থেকে জানা গেছে রবিবার ভোর রাত দুটো – আড়াইটা নাগাদ একটি গুলির আওয়াজ শোনা যায়। সকালে উঠে গাড়ির মালিক গাড়িতে করে বেরোতে গিয়ে দেখে গাড়িটির কাঁচ ফুটো হয়েছে।

রেনেসাঁর বাসিন্দারা দেখে গাড়ির মালিককে বলেন এটা গুলিই করা হয়েছে। খবর দেওয়া হয় বর্ধমান সদর থানায়। পুলিশ এসে গাড়িটির ভিতরে দরজা থেকে গুলিটি উদ্ধার করে এবং পুরো ঘটনা তদন্ত নেমেছে বর্ধমান সদর থানার পুলিশ। আতঙ্কের মধ্যে আছে রেনেসাঁ বাসিন্দারা বলে জানান স্থানীয়রা।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.postbardhaman.com
Sk Sahiluddin একজন অভিজ্ঞ সাংবাদিক যিনি বৈশ্বিক দর্শকদের কাছে সঠিক ও প্রভাবশালী সংবাদ উপস্থাপনের জন্য নিবেদিত। পোষ্ট বর্ধমানের সম্পাদক হিসেবে, তিনি সম্পাদকীয় দিকনির্দেশনা গঠনে এবং সর্বোচ্চ সাংবাদিকতার মান বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর