নিজস্ব প্রতিনিধি, মঙ্গলবার, ২৮ মে ২০২৪, বর্ধমান: পাচারের আগে ছ’টি বাজপাখির বাচ্চা উদ্ধার করল বর্ধমান স্টেশনের আরপিএফ। পাচারের চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাজপাখির বাচ্চাগুলোসহ ধৃত ব্যক্তিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম শেখ সঈদ। তার বাড়ি বর্ধমানের হাটুদেওয়ান এলাকায়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, শেখ সঈদ মূলত পাচারচক্রের ক্যারিয়ার হিসেবে কাজ করতেন। বাজপাখির বাচ্চাগুলো তিনি বর্ধমান থেকে বিহারের জাহির নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলেন। এই কাজের জন্য তিনি প্রতি বাচ্চা পাচারের জন্য ৫০০ টাকা করে পেতেন। পুলিশ বর্তমানে পাচারচক্রের মূল অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
আরপিএফ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ১৩১৫১ আপ জম্মু তাওয়াই এক্সপ্রেসে পাখিগুলো গোমোহ নিয়ে যাচ্ছিলেন। পাখিগুলোকে খাঁচাবন্দি করে একটি ব্যাগে ভরে রেখেছিলেন তিনি। বর্ধমান স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় আরপিএফ কর্মীদের নজরে পড়েন এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এই ঘটনা নিয়ে বর্ধমান বন বিভাগের রেঞ্জ অফিসার হালিমা খাতুন বলেন, “আরপিএফ ছয়টি বাজপাখির শাবক উদ্ধার করে বর্ধমান রেলস্টেশনের একটি প্ল্যাটফর্ম থেকে। তারপর বন দফতরে খবর দেওয়া হলে আমাদের কর্মীরা বাজপাখির বাচ্চাগুলো উদ্ধার করে নিয়ে আসেন। চিকিৎসক বাজপাখির বাচ্চাগুলোর চিকিৎসা করার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যে ধৃত শেখ সঈদ পাখি পাচারের বিষয়টি কবুল করেছেন।”