নিজস্ব প্রতিনিধি, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, দুর্গাপুর: ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দুর্গাপুর ইস্পাত কারখানায়, যা নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে। তবে সৌভাগ্যবশত, এবার কোনো শ্রমিক আহত বা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি। কারখানায় এখনও আগুন নেভানোর কাজ চলছে পুরোদমে।
সূত্রের খবর, এইবার মেটালিক হ্যান্ডেলিং প্লান্টে ২৫ নম্বর জংশনের কাছে লাইনার প্লেট লাগানোর কাজ চলছিল। ঠিক তখনই, সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে কোকের বেল্টে হঠাৎ আগুন লেগে যায়। স্থানীয় শ্রমিকরা বিষয়টি তৎক্ষণাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার ধারণ করে।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য জোরদার প্রচেষ্টা চালাচ্ছেন। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তবে স্থানীয় কর্মীদের মতে, সময়মতো আগুন লক্ষ্য করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারতো।
তবে বারবার এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনার পর, কারখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে এ ধরনের ঘটনা বারংবার ঘটে চলেছে, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।