নিজস্ব প্রতিনিধি, শনিবার, ১৭ আগস্ট ২০২৪, অন্ডাল: শুক্রবার দুপুরে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার অন্ডালের দীর্ঘনালা গ্রামে একটি পথ দুর্ঘটনা ঘটে। এক সাইকেল আরোহীকে একটি বাইক ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে তাঁর মৃত্যু হয়।
শনিবার মৃত উজ্জ্বল মন্ডল (৫৫) এর দেহ নিয়ে স্থানীয়রা রাস্তায় বিক্ষোভ শুরু করেন। তিনি অন্ডালের দীর্ঘনালা গ্রামের বাসিন্দা ছিলেন। ক্ষতিপূরণের দাবিতে দেহটি রাস্তায় রেখে বিক্ষোভ চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্ডাল গ্রাম পঞ্চায়েতের প্রধান ও অন্ডাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা শুরু হয়, যা কয়েক ঘণ্টা ধরে চলে। অবরোধের ফলে বহু যানবাহন আটকে পড়ে। পরে পুলিশ ও পঞ্চায়েত প্রধানের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
জানা গেছে, শুক্রবার দুপুরে উজ্জ্বল মন্ডল সাইকেল নিয়ে এলাকার রাস্তায় যাচ্ছিলেন। তখন একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় উজ্জ্বল মন্ডলকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দুই বাইক আরোহীকে আটক করেছে বলে সূত্রে খবর।