সোমবার, অক্টোবর 14, 2024
হোমপশ্চিমবঙ্গমেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে কনভেয়ার বেল্টে আটকে ঠিকা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে কনভেয়ার বেল্টে আটকে ঠিকা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪, মেজিয়া: মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে আবারও ঘটে গেল দুর্ঘটনা। কনভেয়ার বেল্টে আটকে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। মৃতের নাম অনন্ত ঘোষ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ। সম্প্রতি একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকায়, মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সপ্তাহ খানেক আগে বাঁকুড়ার মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে মিনটেনেন্সের কাজ চলাকালীন সুইচ গিয়ার থেকে আগুন ছিটকে ইঞ্জিনিয়ারসহ কয়েকজন শ্রমিক ঝলসে যান। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কনভেয়ার বেল্টে শরীর জড়িয়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। জানা গেছে, ওই শ্রমিক গতকাল সন্ধ্যায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৫ ও ৬ নম্বর ইউনিটের টিপি ১১ ট্রান্সফার পয়েন্টে কাজ করছিলেন।

- Advertisement -

হঠাৎ করে পাশের কনভেয়ার বেল্টে তিনি আটকে যান, এবং বুঝে ওঠার আগেই তাঁর শরীর বেল্টের চাপে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে অন্য শ্রমিকরা তাঁর দুমড়ে মুচড়ে যাওয়া দেহ উদ্ধার করেন। জানা গেছে, মৃত শ্রমিক তাপ বিদ্যুৎকেন্দ্রে ঠিকা শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনাটির পরপরই অন্যান্য শ্রমিকরা অবিলম্বে মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

- Advertisement -
Sk Tushar
Sk Tusharhttps://www.postbardhaman.com
একজন প্রতিভাবান লেখক, যিনি পূর্ব ও পশ্চিম বর্ধমানের জন্য লেখালেখি করেন। তিনি স্থানীয় ও আন্তর্জাতিক বিষয়বস্তু নিয়ে কাজ করেন এবং পাঠকদের কাছে সঠিক ও গভীর বিশ্লেষণ সহকারে সংবাদ পরিবেশন করেন। Sk Tushar তার লেখায় তথ্যের সঠিকতা এবং প্রভাবশালী উপস্থাপনার ওপর গুরুত্ব দেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর