শনিবার, অক্টোবর 12, 2024
হোমরাজনীতিবর্ধমানের জামালপুরে বন্ধকে ঘিরে তৃণমূল - বিজেপি বচসা, উত্তেজনা চরমে, ঘটনাস্থলে পুলিশ

বর্ধমানের জামালপুরে বন্ধকে ঘিরে তৃণমূল – বিজেপি বচসা, উত্তেজনা চরমে, ঘটনাস্থলে পুলিশ

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, বুধবার, ২৮ আগস্ট ২০২৪, জামালপুর: পূর্ব বর্ধমান জেলার জামালপুরে বিজেপির ডাকা ১২ ঘন্টা বন্ধে কোথাও দেখা গেল বন্ধের কোন প্রভাব পড়েনি, আবার কোথাও দেখা গেল রাস্তায় নেমেছে বিজেপি কর্মী সমর্থকরা, পাল্টা রাস্তায় তৃণমূল। এবার পূর্ব বর্ধমানের জামালপুরের চৌবেরিয়ায় দেখা গেল বিজেপি তৃণমূলের বচসার ছবি।

গতকাল ‘ছাত্র সমাজ’ -এর নবান্নে অভিযানে পুলিশ এবং ‘ছাত্র সমাজ’ -এর খন্ড যুদ্ধ দেখেছে গোটা বাংলা। ‘ছাত্র সমাজ’ কে পুলিশ নৃশংসভাবে আক্রমণ করেছে, এই দাবি নিয়ে আজ বাংলা জুড়ে বন্ধের ডাক দিয়েছিল বিজেপি। সেই বন্ধের সমর্থনে রাস্তায় নেমেছিল বিজেপি, পাল্টা রাস্তায় নামে তৃণমূল। দুই পক্ষের মধ্যে শুরু হয় তুমুল বচসা। ঘটনাস্থলে ছুটে আসো পুলিশ, পুলিশ এসে ঘটনার সামাল দেয়।

- Advertisement -

বিজেপির পক্ষ থেকে বলা হয়, এই বন্ধ মেনে নিয়েছে মানুষ, দোকানপাট সব বন্ধ। মানুষ চায় মা-বোনেদের নিরাপত্তা, রাজ্যের সকলের নিরাপত্তা, তাই বন্ধে সাড়া দিয়েছে সাধারণ মানুষ। কিন্তু পাল্টা তৃণমূল কংগ্রেসের দাবি, “ব্যর্থ এই বন্ধ, মানুষের কোন সাড়া নেই। তৃণমূল ছাত্র পরিষদের আজ প্রতিষ্ঠা দিবস, আজকের কর্মসূচিকে ব্যর্থ করার জন্যই বিজেপির একটি চক্রান্ত”।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.postbardhaman.com
Sk Sahiluddin একজন অভিজ্ঞ সাংবাদিক যিনি বৈশ্বিক দর্শকদের কাছে সঠিক ও প্রভাবশালী সংবাদ উপস্থাপনের জন্য নিবেদিত। পোষ্ট বর্ধমানের সম্পাদক হিসেবে, তিনি সম্পাদকীয় দিকনির্দেশনা গঠনে এবং সর্বোচ্চ সাংবাদিকতার মান বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর