নিজস্ব প্রতিনিধি, মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪, আসানসোল: কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা ডাক্তারের হত্যার প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে মঙ্গলবার আসানসোল (Asansol) -এর জিটি রোডের বড় পোস্ট অফিসের কাছে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে ধর্না বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এই ধর্না-বিক্ষোভের নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন ওরফে দাসু।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, রানিগঞ্জের প্রাক্তন বিধায়ক সোহরাব আলি, প্রাক্তন মেয়র পরিষদ সদস্য পূর্ণশশী রায়, এবং বিভিন্ন কাউন্সিলর ও তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। এই কর্মসূচি থেকে ডাক্তারকে ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত দোষীদের মৃত্যুদণ্ডের দাবি জানানো হয়।
এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতারা বলেন, ঘটনার তীব্র নিন্দা করা হলেও তা যথেষ্ট নয়। কলকাতা পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল। কিন্তু বামপন্থী ও বিজেপি সদস্যরা প্রকৃত অপরাধীদের শাস্তি দিতে চায় না; তারা কেবল এই ঘটনা নিয়ে রাজনীতি করছে। এজন্যই তারা সিবিআই তদন্তের দাবি তুলেছিল। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন, যদি কলকাতা পুলিশ সাত দিনের মধ্যে সব অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারে, তবে মামলা সিবিআইকে হস্তান্তর করা হবে। আদালতের নির্দেশে মামলাটি সিবিআইয়ের কাছে হস্তান্তরিত হওয়ার পর ৪ দিনের বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু কলকাতা পুলিশের গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা ছাড়া নতুন কোনো গ্রেপ্তার হয়নি।
তৃণমূল কংগ্রেসের নেতারা এদিন অভিযোগ করেন, ১৪ আগস্ট রাতে বাম ও বিজেপির সদস্যরা আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে হট্টগোল ও ভাঙচুর করেন। তৃণমূল নেতারা জোর দিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় নারীরা সবচেয়ে বেশি নিরাপদ। বিজেপি শাসিত রাজ্যগুলির উদাহরণ টেনে তারা বলেন, সেখানে এমন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলেও বিচার হয় না এবং কেউ শাস্তি পায় না। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় দোষীরা শাস্তি পায়, যা বাম ও বিজেপির নেতারা চান না। তারা পরিকল্পিতভাবে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, তবে তৃণমূল কংগ্রেস তা হতে দেবে না।