নিজস্ব প্রতিনিধি, শনিবার, ১৭ আগস্ট ২০২৪, আসানসোল: কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক মহিলা চিকিৎসকের হত্যার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত শাস্তির দাবিতে শনিবার বিকেলে আসানসোল শহরে মিছিল ও সভার আয়োজন করল তৃণমূল কংগ্রেস। আসানসোল উত্তর বিধানসভা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে এই মিছিলটি শুরু হয় জিটি রোডের রাহা লেন মোড়ের পার্টি অফিস থেকে। মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক।
মিছিলে আরও উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, কাউন্সিলর সিকে রেশমা, শম্পা দাঁ, দীপা চক্রবর্তী, ফানসবি আলিয়া, গোপা হালদার, রাজেশ তিওয়ারি সহ তৃণমূলের বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক। মিছিলটি হটন রোড মোড় সংলগ্ন সিটি বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়, যেখানে একটি সভার আয়োজন করা হয়েছিল। সভায় মন্ত্রী মলয় ঘটক আরজি কর হাসপাতালের ঘটনায় রাজ্য সরকারের মতামত তুলে ধরেন। সভার শুরুতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা উপস্থিত জনতার শোনানো হয়।
এই সভায় আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা বক্তব্য রাখতে গিয়ে মহিলা চিকিৎসকের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান। তবে একই সঙ্গে তিনি এই ঘটনা কেন্দ্র করে বিজেপির কড়া সমালোচনা করেন। সিনহা বলেন, বিধানসভা নির্বাচনের পর লোকসভা নির্বাচনেও বাংলায় বিজেপির ভরাডুবি হয়েছে। এই কারণে, কোনও ঘটনার পরই বিজেপি নেতারা বাংলায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন। কিন্তু বিরোধী দলের এই চক্রান্ত কখনও সফল হবে না।