রবিবার, অক্টোবর 13, 2024
হোমপশ্চিম বর্ধমানরানীগঞ্জরানীগঞ্জে পুরনো কুয়ো কাটতে গিয়ে মারণ গ্যাসের কবলে দুই যুবক

রানীগঞ্জে পুরনো কুয়ো কাটতে গিয়ে মারণ গ্যাসের কবলে দুই যুবক

রানীগঞ্জে পুরনো কুয়ো কাটতে গিয়ে মারণ গ্যাসের শিকার দুই যুবক। পুলিশ ও দমকল বাহিনী উদ্ধারকাজে ব্যস্ত, ইসিএল রেসকিউ টিম ক্রেন নিয়ে ঘটনাস্থলে উপস্থিত।

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, শনিবার, ২৫ মে ২০২৪, রানীগঞ্জ: মারণ গ্যাসের শিকার হল দুই যুবক। ঘটনাটি আসানসোল কর্পোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের, রানীগঞ্জ থানার অধীনস্থ পাঞ্জাবি মোড় ফাঁড়ি এলাকার কুনুস্তুড়িয়া কোলিয়ারির তিন নম্বর খনি মুখ অঞ্চলের পাশে অবস্থিত অশোক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামক একটি নির্মীয়মান ওয়ার্কশপে ঘটে। সেখানে কুয়ো কাটার সময় এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় ৩৪ নম্বর ওয়ার্ডের রাম বাগান কোড়াপাড়ার দুই যুবক, রতন কোড়া ও গোপি কোড়া, যাদের বয়স পঁচিশ থেকে ছাব্বিশ বছরের মধ্যে, মারণ গ্যাসের শিকার হন। অন্যান্য দিনের মতো এদিনও তারা অশোক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামক নির্মীয়মান ওয়ার্কশপে পুরনো কুয়ো কাটতে যান। কুয়োর অভ্যন্তরের মারণ গ্যাসের দাপটে তারা কুয়ার ভেতর আটকে পড়েন। পুলিশ প্রশাসন ও দমকল বিভাগের কর্মীরা স্থানীয় মানুষের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছেন।

- Advertisement -

ইতিমধ্যে দেখা গেছে যে, ওই কুয়োর মধ্যে হ্যারিকেন নামিয়ে দু’বার পরীক্ষা করা হলে হ্যারিকেনের আলো নিভে যায়। এতে অনুমান করা হচ্ছে যে সেখানে মারণ গ্যাস ব্যাপক পরিমাণে মজুত রয়েছে। এই পরিস্থিতি দেখে এখনো কেউ কুয়োর মধ্যে নামতে সাহস করেনি। পুলিশের নজরদারির মধ্যে দমকল বিভাগের কর্মীরা বিষয়টি পর্যবেক্ষণ করে ইসিএল কর্তৃপক্ষের সাথে আলোচনা চালাচ্ছেন এবং উদ্ধার কাজে তৎপর রয়েছেন। ইসিএল এর উদ্ধারকারী দল ক্রেন নিয়ে এসে উদ্ধারকাজ শুরু করেছে। এখন দেখার বিষয় কিভাবে ওই দুই যুবককে উদ্ধার করা যায়।

ওই কাজের সঙ্গে যুক্ত থাকা দুই যুবক জানিয়েছেন, তারা অন্যান্য দিনের মতো এদিনও সকালে কুয়ো কাটার জন্য এসেছিলেন। এর পরই ওই দুই যুবকের একজন প্রথমে কুয়োর মুখে নামতেই সংজ্ঞাহীন হয়ে পড়ে। বিষয়টি লক্ষ্য করে অন্য যুবক তাকে উদ্ধার করতে গেলে সেও সংজ্ঞাহীন হয়ে কুয়োর ভেতরেই আটকে পড়ে। এই পরিস্থিতি দেখে উপরে থাকা অন্য সঙ্গী সাথীরা আতঙ্কিত হয়ে পড়ে। তারা দ্রুত স্থানীয় মানুষজন এবং পুলিশ প্রশাসনকে বিষয়টি জানায়। পুলিশ প্রশাসন দমকল বিভাগের খবর দেওয়ার পর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। বর্তমানে ইসিএল এর রেসকিউ টিম জোর কদমে উদ্ধারকাজ চালাচ্ছে।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.postbardhaman.com
Sk Sahiluddin একজন অভিজ্ঞ সাংবাদিক যিনি বৈশ্বিক দর্শকদের কাছে সঠিক ও প্রভাবশালী সংবাদ উপস্থাপনের জন্য নিবেদিত। পোষ্ট বর্ধমানের সম্পাদক হিসেবে, তিনি সম্পাদকীয় দিকনির্দেশনা গঠনে এবং সর্বোচ্চ সাংবাদিকতার মান বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর