রবিবার, অক্টোবর 13, 2024
হোমস্বাস্থ্যবর্ধমান মেডিকেল কলেজের উদ্যোগে আর. জি. কর ঘটনার প্রতিবাদে 'অভয়া ক্লিনিক'-এ বিনামূল্যে...

বর্ধমান মেডিকেল কলেজের উদ্যোগে আর. জি. কর ঘটনার প্রতিবাদে ‘অভয়া ক্লিনিক’-এ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ

- Advertisement -

পাপাই সরকার, বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪, বর্ধমান: আর. জি. কর কান্ডের প্রতিবাদে এবার ভিন্ন মঞ্চ বর্ধমান শহরে, যার নাম দেওয়া হয়েছে ‘অভয়া ক্লিনিক‘। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা বৃহস্পতিবার এই পরিষেবা চালু করেন বর্ধমানের টাউন হলে। রুগীর প্রেসক্রিপশনেও লেখা রয়েছে “জাস্টিস ফর আর. জি. কর”।

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবা চালু রেখেই সাধারণ মানুষের জন্য বিনামূল্যে টাউন হলে ‘অভয়া ক্লিনিক’ পরিষেবা চালু করা হল বলে জানান চিকিৎসকেরা। মানুষের পাশে থেকে পরিষেবা চালু রেখেই প্রতিবাদ আন্দোলন জারি রেখেছেন জুনিয়ার চিকিৎসকরা। আর. জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদ জানিয়ে জুনিয়র চিকিৎসকরা ধারাবাহিক আন্দোলন করছেন গোটা রাজ্য জুড়ে। পূর্ব বর্ধমান জেলা সহ শহর বর্ধমানেও প্রতিবাদের ঝড় বইছে। জুনিয়র চিকিৎসকরা লাগাতার আন্দোলন জারি রেখেছেন অভিযুক্তদের শাস্তির দাবিতে। তার মাঝেই চালু করা হলো এই ‘অভয়া ক্লিনিক’।

- Advertisement -

এই ক্লিনিকে সর্বস্তরের মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা এবং ঔষধ পৌছে দিচ্ছেন বিভিন্ন চিকিৎসকরা। বর্তমানে আন্দোলন গণআন্দোলনের রূপ নিয়েছে। রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর এবং পুলিশের ভূমিকায় বিস্তর প্রশ্ন চিহ্ন সামনে। নাগরিক সমাজ ক্ষোভে ফুঁসছে। কবে বিচার হবে? কবে দোষীরা শাস্তি পাবে? তা নিয়েই সরগরম গোটা রাজ্য থেকে দেশ। আন্দোলনকে আরো জোরদার করতে মানুষের পাশে থেকেই পরিষেবা পৌঁছে দিয়ে সেই বার্তা তুলে ধরছেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়ার চিকিৎসক ও পড়ুয়ারা।

- Advertisement -
Sk Tushar
Sk Tusharhttps://www.postbardhaman.com
একজন প্রতিভাবান লেখক, যিনি পূর্ব ও পশ্চিম বর্ধমানের জন্য লেখালেখি করেন। তিনি স্থানীয় ও আন্তর্জাতিক বিষয়বস্তু নিয়ে কাজ করেন এবং পাঠকদের কাছে সঠিক ও গভীর বিশ্লেষণ সহকারে সংবাদ পরিবেশন করেন। Sk Tushar তার লেখায় তথ্যের সঠিকতা এবং প্রভাবশালী উপস্থাপনার ওপর গুরুত্ব দেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর