শনিবার, অক্টোবর 12, 2024
হোমপূর্ব বর্ধমানগলসিনতুন ঢালাই রাস্তা নির্মাণের কাজ বন্ধ করলো গ্রামবাসীরাই, চাঞ্চল্য এলাকায়

নতুন ঢালাই রাস্তা নির্মাণের কাজ বন্ধ করলো গ্রামবাসীরাই, চাঞ্চল্য এলাকায়

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার গলসি সাঁকো গ্রাম পঞ্চায়েতের বড়দিঘী গ্রামের নতুন ঢালাই রাস্তা নির্মাণের কাজ মঙ্গলবার বন্ধ করলো গ্রামবাসীরা। তাদের অভিযোগ, আগের অনুমোদিত রাস্তা না হওয়া পর্যন্ত নতুন করে রাস্তা করতে দেওয়া হবে না।

বড়দিঘী গ্রামের দক্ষিণ পাড়া এলাকার মানুষের অভিযোগ ২০২৩ সালের ঢালাই রাস্তার অনুমোদন পায় বড়দিঘী গ্রামের দক্ষিণপাড়া বটতলা এলাকার রাস্তাটি। কিন্তু সেই নতুন রাস্তার তৈরীর পরিমাপ থেকে শুরু করে অর্থ বরাদ্দ করা হয় যা রাস্তার পাশে বোর্ড লাগানো হয়, কিন্তু বোর্ড বসে গেলেও রাস্তা নির্মাণ হয়নি।

- Advertisement -

গ্রামবাসীর দাবি আগে সেই রাস্তা হবে তারপরে গ্রামের অন্য কোন রাস্তা হবে। কারণ বড়দিঘী গ্রামের দক্ষিণপাড়ার ওই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। রাস্তার উপরে আছে একটি প্রাইমারি স্কুল, একটি অঙ্গনওয়ারি সেন্টার। বাচ্চা শিশুরা কাদামাটি রাস্তা দিয়ে যেতে অসুবিধার মুখে পড়ে ইস্কুল যেতে চায় না। সাধারণ মানুষের যাতায়াত করতে খুব অসুবিধা হয়।

এদিন সকাল ৯টায় বড়দিঘী গ্রামের ক্যানেলের পাশে রাস্তা নির্মাণ করতে গিয়ে গ্রামের পঞ্চায়েত সদস্যকে আটকে রেখে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। এ বিষয়ে গ্রামের সদস্য আবুল কালাম মোল্লার সঙ্গে কথা বলতে গেলে তিনি সংবাদ মাধ্যমে মুখ খুলতে চাননি।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.postbardhaman.com
Sk Sahiluddin একজন অভিজ্ঞ সাংবাদিক যিনি বৈশ্বিক দর্শকদের কাছে সঠিক ও প্রভাবশালী সংবাদ উপস্থাপনের জন্য নিবেদিত। পোষ্ট বর্ধমানের সম্পাদক হিসেবে, তিনি সম্পাদকীয় দিকনির্দেশনা গঠনে এবং সর্বোচ্চ সাংবাদিকতার মান বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর