রবিবার, অক্টোবর 13, 2024
হোমপূর্ব বর্ধমানবর্ধমানআর জি কর কাণ্ডের প্রতিবাদে বর্ধমানের কার্জন গেটে উত্তাল মিছিল, প্রায় এক...

আর জি কর কাণ্ডের প্রতিবাদে বর্ধমানের কার্জন গেটে উত্তাল মিছিল, প্রায় এক ঘন্টা রাস্তা অবরোধ

- Advertisement -

পাপাই সরকার, বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪, বর্ধমান: আর. জি. কর কান্ডের যত দিন বাড়ছে ততই আন্দোলনের ঝাঝ বৃদ্ধি পাচ্ছে। শহর থেকে গ্রাম সর্বত্রই আন্দোলনে উত্তাল। বুধবার রাতে আর. জি. কর ঘটনার দোষীদের শাস্তির দাবিতে বর্ধমান শহরের বীরহাটা ক্লক টাওয়ার থেকে মশাল মিছিল বের করে মানবী ও অর্ধেক আকাশ নামক সংস্থা। জানা গেছে, এদিন বীরহাটা ক্লক টাওয়ার হতে মিছিলটি কার্জন গেট হয়ে পার্কাস রোডে শেষ হয়।

পরবর্তীতে কার্জন গেট চত্বরে তাদের অবস্থান বিক্ষোভ হয় যার জন্য স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। পাশাপাশি এই মিছিলে অংশগ্রহণ করে বর্ধমান মেডিকেল কলেজের ডাক্তার থেকে ডাক্তারি পড়ুয়ারা এবং সেখানে গানের মাধ্যমে প্রতিবাদ জানাতে দেখা যায়। পাশাপাশি মিছিলে অংশগ্রহণকারী মহিলারা মশাল হাতে তিলোত্তমার দোষীদের শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকে। মিছিলে আগত মহিলারা জানান, এখনো পর্যন্ত দোষী চিহ্নিত হয়নি, যা হচ্ছে আই ওয়াশ করা হচ্ছে। যতদিন না প্রকৃত দোষীদের পাওয়া যাচ্ছে ততদিন এইভাবে তারা আন্দোলন করবে বলে জানান তারা।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.postbardhaman.com
Sk Sahiluddin একজন অভিজ্ঞ সাংবাদিক যিনি বৈশ্বিক দর্শকদের কাছে সঠিক ও প্রভাবশালী সংবাদ উপস্থাপনের জন্য নিবেদিত। পোষ্ট বর্ধমানের সম্পাদক হিসেবে, তিনি সম্পাদকীয় দিকনির্দেশনা গঠনে এবং সর্বোচ্চ সাংবাদিকতার মান বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর