রবিবার, অক্টোবর 13, 2024
হোমপশ্চিমবঙ্গপূর্ব বর্ধমানকার্জন গেট চত্বরে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতির ৭ দফা দাবিতে জমায়েত

কার্জন গেট চত্বরে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতির ৭ দফা দাবিতে জমায়েত

- Advertisement -

পাপাই সরকার, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪, বর্ধমান: পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি সমূহের রাজ্য কো-অর্ডিনেশন কমিটি পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে কার্জন গেট চত্বরে ৭ দফা দাবিতে তিন ঘন্টার জেলা জমায়েতের কর্মসূচি ও পূর্ব বর্ধমান জেলা শাসকের কাছে বিভিন্ন দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান করা হল বৃহস্পতিবার। মূলত ৭ দফা দাবির মধ্যে অন্যতম দাবীই ছিলো আর. জি. কর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় প্রকৃত দোষীকে সুনিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তি সহ যারা এই কাজের সঙ্গে জড়িত তাদের শাস্তির দাবিতে এবং সমস্ত স্তরের প্রশাসনিক কাজে নিযুক্ত মহিলাদের সুরক্ষার দাবি সহ অন্যান্য দাবি নিয়ে এদিনের এই জমায়েত ও ডেপুটেশন।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.postbardhaman.com
Sk Sahiluddin একজন অভিজ্ঞ সাংবাদিক যিনি বৈশ্বিক দর্শকদের কাছে সঠিক ও প্রভাবশালী সংবাদ উপস্থাপনের জন্য নিবেদিত। পোষ্ট বর্ধমানের সম্পাদক হিসেবে, তিনি সম্পাদকীয় দিকনির্দেশনা গঠনে এবং সর্বোচ্চ সাংবাদিকতার মান বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর