নিজস্ব প্রতিনিধি, বুধবার, ২১ আগস্ট ২০২৪, দুর্গাপুর: দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে আগামী ১ সেপ্টেম্বর ‘দুর্গাপুর সম্মান’ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই অনুষ্ঠানটি দুর্গাপুর নগর নিগম এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ)-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে। বুধবার দুর্গাপুর নগর নিগমের সভাঘরে একটি সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, এডিডিএ-এর চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায় ও অন্যান্য প্রশাসনিক সদস্যরা।
দুর্গাপুরকে গর্বিত করেছেন এমন তিনজন উদ্যোগপতিকে ‘দুর্গাপুর সম্মান’ প্রদান করা হবে, এবং একজনকে দেওয়া হবে সেরার সেরা পুরস্কার। পাশাপাশি, ভবিষ্যতে দুর্গাপুরের নাম উজ্জ্বল করতে পারেন এমন পাঁচজন দুস্থ কৃতীকে এক লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। এডিডিএ এর চেয়ারম্যান জানান, উচ্চশিক্ষা, খেলাধুলা বা অন্যান্য ক্ষেত্রে প্রতিভাবান কিন্তু আর্থিক সমস্যায় জর্জরিত এমন পাঁচজনকে এই অনুদানের জন্য বেছে নেওয়া হবে।
এই সম্মানের জন্য আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে। দুর্গাপুর নগর নিগম এবং এডিডিএ দফতরে আবেদন করা যাচ্ছে। এডিডিএর চেয়ারম্যান জানিয়েছেন, “এই সম্মান দুর্গাপুরের নতুন প্রজন্মকে সঠিক দিশা দেখাবে। আগামী ১ সেপ্টেম্বর প্রথমবারের মতো দুর্গাপুর সম্মান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, এবং ইতিমধ্যেই নাম নথিভুক্তকরণ শুরু হয়েছে।” অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, সম্মান ও অনুদান প্রাপকদের নাম চূড়ান্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সিদ্ধান্ত অনুযায়ীই দুর্গাপুর সম্মান প্রদান করা হবে।