পাপাই সরকার, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, কালনা: পূর্ব বর্ধমান জেলার কালনার আর. জি. করে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। বিচার চেয়ে রাত ও দিনে রাজ পথ থেকে গ্রামের বিভিন্ন সড়ক নিজেদের দখলে নিলো আমাদের মা – বোনেরা। বারবারই রাজ্যের মহিলা নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। তারই মধ্যে সোমবার এক অজ্ঞাত পরিচয় মহিলার অর্ধনগ্ন দেহ খড়ি নদীতে ভেসে আসায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমান জেলার কালনার নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত গোপীনাথপুর এলাকায়। তারপরই ঘটনাস্থলে পৌঁছায় নাদনঘাট থানার পুলিশ ও মৃত দেহটিকে জল থেকে উদ্ধার করে তারা। ময়না তদন্তের জন্যে দেহটিকে কালনা মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। যদিও ওই মহিলার নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। কিভাবে ওই এলাকায় ওই মহিলার দেহ এলো তা নিয়ে ছড়িয়েছে রহস্য। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে তদন্তে নামলো নাদনঘাট থানার পুলিশ।
মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার পূর্ব বর্ধমানে ব্যাপক চাঞ্চল্য এলাকায়
- Advertisement -
- Advertisement -
- বিষয়
- কালনা
Sk Sahiluddinhttps://www.postbardhaman.com
Sk Sahiluddin একজন অভিজ্ঞ সাংবাদিক যিনি বৈশ্বিক দর্শকদের কাছে সঠিক ও প্রভাবশালী সংবাদ উপস্থাপনের জন্য নিবেদিত। পোষ্ট বর্ধমানের সম্পাদক হিসেবে, তিনি সম্পাদকীয় দিকনির্দেশনা গঠনে এবং সর্বোচ্চ সাংবাদিকতার মান বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
- Advertisment -